ষ্টাফ রিপোর্টার\ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বছরের পর বছর ড্রেন নির্মান প্রকল্পের কাজ সমাপ্ত না হওয়ায় একটু ভারী বৃষ্টিপাত হলেই পৌর এলাকার উপকন্ঠে অবস্থিত লাকসাম হাউজিং এস্টেট এর কতেক প্লটে বা বাসা-বাড়ির আঙ্গিনায় হাঁটু পানির ঢল বইতে থাকে। তখন বাসা-বাড়ির বাইরে যাতায়াতকালে এহেন কাদা-পানি মাড়িয়ে পুরো বর্ষাকালব্যাপী নিত্য চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাঊজিং ও আশ-পাশের বাসিন্দারা। সব চেয়ে খারাপ অবস্থা বিরাজ করে থাকছে লাকসাম হাউজিং এস্টেটের বøক-সি এলাকায়। উক্ত বøক সি’র পশ্চিম ও দক্ষিণ পাশে কর্ণারে প্রায় এক যুগ পূর্বে ড্রেন নির্মাণের কাজ শুরু করা হয়। কিন্ত অজ্ঞাত কারণে ২/৩টা বøক সংলগ্নে ড্রেন নিমার্ন কাজ বন্ধ করে দেয়া হয়। বার বার শত অভিযোগ-অনুযোগের পরেও দীর্ঘ ১০/১২ বছরেও সেই অসমাপ্ত ড্রেন নির্মান কাজ আজও সমাপ্ত করা হয়নি। এতে করে ড্রেনেজ ব্যবস্থা বেহাল দশার কারণে সামান্য বৃষ্টিতে প্রায় পুরো হাউজিং এলাকা জলাবদ্ধতার শিকার হচ্ছে এবং মানুষ দারুন ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শত অভিযোগের পরেও এখানকার ড্রেনেজ ব্যবস্থার সুষ্ঠ সমাধানের জন্য লাকসাম পৌর কর্তৃপক্ষের কোনো টনক নড়ছেনা। এছাড়া অধিকাংশ ড্রেনের তলায় বালু মাটি জমে থাকার কারণেও বাসা-বাড়ির ও বৃষ্টির পানি নামতে পারছেনা। ফলে সামান্য বৃষ্টি হলেই ড্রেনগুলোর ময়লা পানি রাস্তায় উপচে পড়ছে। এতে করে মানুষজন অবর্ননীয় ভোগান্তির শিকার হচ্ছেন। এ ব্যাপারে জরুরীভাবে এহেন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ গ্রহণের জন্য ভুক্তভোগীরা লাকসাম পৌরসভা কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com