নিঊইয়র্ক থেকে বিশেষ সংবাদদাতা জান্নাতুল ফেরদাউস পুষ্প প্রেরীত॥ আহনাফ তাজওয়ার কামাল মার্কিন যুক্তরাষ্ট্রের আর্লিংটন ইউনিভার্সিটি অব টেক্সাস (University of Texas at Arlington) UTA Dallas U.S.A. থেকে Bachelor of Computer Science Degree লাভ করেছেন। কয়েক বছর পূর্বে সে Full scholarship নিয়ে USA আসেন এবং উক্ত ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। আহনাফ Master Mind English Medium School থেকে O level এবং A level Complete করেন এবং সব বিষয় (A ) grade-এ উত্তীর্ণ হন।
প্রকাশ থাকে যে, মোঃ আহনাফ তাজওয়ার কামাল কুমিল্লা জেলার, মনোহরগজ্ঞ উপজেলার, বানঘর গ্রামের একজন কৃতি সন্তান। তিনি বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা লায়ন নুরুন নবী ভুঁইয়া কামালের একমাত্র ছেলে। তার বোন নাওফাত কামালও Full Scholarship নিয়ে একই University’তে Bio-Medical Engginering-এ অধ্যায়ন করছেন। এলাকার রাজনীতিবিদ ও সমাজ সেবক লায়ন নুরুন নবী ভুঁইয়া কামালের সুযোগ্য সন্তান আহনাফ তাজওয়ার কামাল লাকসামবার্তা’র সাথে কথা বলা কালে তিনি ভবিষ্যতে সমাজ এবং দেশের কল্যানে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। লাকসাম-মনোহরগজ্ঞ সহ বাংলাদেশের সবাইর কাছে তিনি ভবিষ্যতে আরো সফলতা অর্জনের জন্য দোয়া কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com