নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চিতে ‘বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা’ নামের একটি এনজিও ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ওই সংস্থার ভুশ্চি দক্ষিণ বাজারের কার্যালয়ে অর্ধশতাধিক গ্রাহক ঋণের টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারেন অফিসের কর্মকর্তারা পালিয়েছেন। গ্রাহকদের বেশির ভাগই নারী। পরে তাঁরা থানায় লিখিত অভিযোগ দেন। সংস্থাটির ঋণ বই ও অফিসের সামনের দেয়ালে সাঁটানো ব্যানারে প্রধান কার্যালয়- মতিঝিল ১০৫/৪, ঢাকা-১০০০ উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী অটোরিকশাচালক জসিম উদ্দিন বলেন, ‘গত রোববার আমাদের গ্রামের আবদুর রহমানের বাড়িতে বন্ধনের ব্যবস্থাপক পরিচয়ে নাদিম হাসান ও একজন নারী কর্মকর্তা আসেন। তাঁরা আমাদের বলেন, মাত্র চারজনকে সদস্য করব। এক হাজার টাকা করে জমা দিয়ে সদস্য হতে হবে।
সদস্যরা যত টাকা ঋণ নেবে তার ১০ শতাংশ টাকা বন্ধনে অগ্রিম জমা রাখতে হবে। তাঁদের কথা শুনে আমি, আমার গ্রামের কৃষক বাবুলসহ চারজন সদস্য হই। আমি ৪ লাখ টাকা ও বাবুল ৫০ হাজার টাকা ঋণের জন্য আবেদন করেন। তাঁরা সকাল ১০টায় ভুশ্চি বাজার অফিস থেকে আমাদের ঋণ দেবেন বলে জানান। গিয়ে দেখি অফিসে কেউ নেই।’
তিনি আরো বলেন, ‘আমাদের গ্রাম ছাড়াও ছোটতুলা, কলমিয়া, ভৈরবপুর, জামুয়াসহ বিভিন্ন গ্রামের অসচ্ছল নারী-পুরুষদের ঋণের প্রলোভন দেখিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছে।’ ভাড়াকৃত অফিসের মালিক আলেক হোসেন বলেন, ‘গত রোববার বন্ধনের ব্যবস্থাপক পরিচয়ে জাহিদ নামের একজন আমার অফিসটি ভাড়া নিয়েছিলেন।’ সংস্থাটির দু’জন কর্মকর্তা নাদিম হাসান ও জাহিদের মোবাইলে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
লালমাই থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। এগুলো ডকুমেন্টারি বিষয়। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com