প্রদীপ মজুমদার\ কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর বাড়ির কেয়ারটেকারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৩রা মে) বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদ আহমেদকে কুপিয়ে হত্যা ও প্রবাসীসহ ৫ জন আহতের ঘটনায় নিহত ফরিদের স্ত্রী নাছিমা আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামী করে লালমাই থানায় মামলা দায়ের করেন।
জানা গেছে, উপজেলার নাটোপাড়ায় সিএনজি চালিত অটো রিকশার সাইড দেয়াকে কেন্দ্র করে ফরিদ আহমেদ (৪০) নামে এক কেয়ারটেকারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ২ জন ইতালি প্রবাসীসহ আরও ৫ জন। শুক্রবার বিকেল ৫টায় এই ঘটনা ঘটে। হামলাকারী মামুনকে ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী ধাওয়া করে আটক করে পুলিশে দিয়েছে। পরে রাতে অভিযান চালিয়ে পুলিশ লাকসাম উপজেলার এলাইচ গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে আবুল হাশেমকে গ্রেফতার করে।
নিহত ফরিদ আহমেদ উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের নাটোপাড়া গ্রামের মৃত কলিমুদ্দীনের ছেলে। তিনি ওই গ্রামের ইতালি প্রবাসী তাহেরের বাড়ির কেয়ারটেকার ছিলেন। নিহতের স্ত্রী নাছিমা আক্তার বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ শনিবার বিকেলে বাড়িতে আনা হয়েছে। রবিবার লাশ দাফন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী আবুল হাশেম ও তার ছেলে মামুনকে গ্রেফতার করে আদালতে হাজির করলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
লালমাই থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ বলেন, হত্যা কান্ডের ৬ ঘন্টার মধ্যে ২ জন আসামীকে গ্রেফতার করেছি। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com