নিজস্ব প্রতিনিধি\ লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া (ওহাব মাস্টার বাড়ী) আজাদ লাইব্রেরীর সত্বাধীকারী মোঃ মনিরুজ্জামানের বাড়ি আয়েশা মঞ্জিলে গত ৭ই এপ্রিল খাবারের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে গভীর রাতে বাড়ি ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ্য মোঃ মনিরুজ্জামান (৭২), তার সহধর্মিণী জেসমিন আকতার (৫৫), ছেলে ফয়সাল (৩৬), মেয়ে মোহনা ফারজানা ঝুমু (৩০), মোহনার ছেলে আবদুল্লাহ (৬), মেয়ে জাইমা (৪) বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে মনিরুজ্জামান ও তার স্ত্রী জেসমিন বেগমের অবস্থা আশঙ্কাজনক।
মনিরুজ্জামানের ভাতিজা জানায়, এই বাড়ীতে এর আগেও আরো ২ বার একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়।
লালমাই উপজেলায় কর্মরত যৌথবাহিনী ও লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com