নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া গ্রামের এক মানবাধিকার কর্মীকে ডিবি পুলিশের পরিচয়ে ঘর থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম শেখ নোমান। তিনি মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক।
গত রোববার (২৭শে এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে কতিপয় ব্যক্তি ভাবুক পাড়া গ্রামে ওই ব্যক্তির বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে শেখ নোমানকে জোরপূর্বক ঘর থেকে তুলে নিয়ে বাইরে এনে বেধড়ক মারধর করে। শেখ নোমানের পরিবারের লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে লালমাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ধারী ব্যক্তিরা পালিয়ে যায়।
এ বিষয়ে লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, শেখ নোমানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধোর ও শারীরিক নির্যাতন করার সত্যতা পেয়েছি। জড়িত সন্দেহে আমরা কয়েক জনকে সনাক্ত করেছি। বর্তমানে শেখ নোমান চিকিৎসাধীন অবস্থায় আছেন। থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়েরের পর আমরা দ্রæত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
নির্যাতনের শিকার শেখ নোমান জানান, যখন তাকে মারধর করছিল তখন তিনি ৩ জনকে চিনতে পেরেছেন। তারা হলো- বরইগাঁও গ্রামের আব্দুল কাদের, নাগরি পাড়ার এরশাদ মিয়া ও জয়নগর গ্রামের মুহাম্মদ আলী। ওই ব্যক্তিদের সঙ্গে আরো ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি ছিল।
শেখ নোমান জানান, তিনি বর্তমানে লাকসামে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে লালমাই থানায় এসে অভিযোগ দায়ের করবেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com