নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লালমাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রবাসীর বাবা এবং স্ত্রীকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
গত বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টায় উপজেলার বাকই উত্তর ইউনিয়নের কমরপুর গ্রামের সৌদি প্রবাসী আবদুল্লাহ আল মামুন ও সাইফুল ইসলাম শামীমের বাড়িতে ডাকাতির এই ঘটনা ঘটে। প্রবাসীর ভাই রেদোয়ানুর রহমান সুমন বলেন, ডাকাতদলে ১৫ জনের বেশী সদস্য ছিল। সবাই মুখোশ পরা ও অস্ত্রধারী। কলাপসিবল গেটের তালা কেটে তারা ঘরে প্রবেশ করে। ডাকাতরা আমার বাবা হাবিবুর রহমান ও প্রবাসী ভাই মামুনের স্ত্রী হালিমা আক্তারকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করে। ৩ বছরের এক শিশুর গলায় ছুরি ধরে আড়াই ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সার্কেল স্যারসহ আমি ডাকাতি হওয়া প্রবাসীর বাড়ি পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অজ্ঞাতনামা ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com