প্রদীপ মজুমদার\ কুমিল্লা জেলার লালমাই উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের বাগমারা বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এতে ৪টি দোকানের পলিথিন জব্দ করা হয়। এসময় অবৈধভাবে সড়ক দখল করে দোকান পরিচালনা করা ও অত্যাবশকীয় পণ্যের লাইসেন্স না রাখার দায়ে ৯টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার (৭ই নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান আক্তার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন লালমাই থানা পুলিশের উপ-পরিদর্শক মো: আশরাফসহ সঙ্গীয় ফোর্স। সহকারী কমিশনার (ভূমি) মারজান আক্তার বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সড়ক পরিবহন আইন, ২০১৮, অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ ধারায় ৯টি মামলায় আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরিবেশের সুরক্ষায় পলিথিন ব্যবহার নিরুৎসাহিত করতে পলিথিন জব্দ করা হয়। রাস্তা দখল করে দোকান পরিচালনা এবং যানবাহন পার্কিং নিরুৎসাহিত করতে ও ডিলিং লাইসেন্সের জন্য মৌখিকভাবে সকলকে জানানো হয় এবং সর্তক করে দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com