নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের ফজুর বাড়িতে অভিযান চালিয়ে মা-ছেলেসহ ৪ জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার দায়ে তাদের কারাদন্ড দেয়া হয়।
গত বৃহস্পতিবার (১১ই জুলাই) রাতে লালমাই আর্মি ক্যাম্প ও লালমাই থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। অপরাধ স্বীকার করায় রাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন- ফাজিলপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শামীম (৪৩), মামুন (১৮), শামীমের মা পারভীন (৬০) ও খালা বেলায়েতুননেছা (৫০)। অপরাধের মাত্রা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত মাদকব্য কারবারি শামীম ও মামুনকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং তাদের মা পারভিন ও খালা বেলায়েতুননেছাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ফাজিলপুর ও গজারিয়া গ্রামের কয়েকজন ব্যক্তি পরিচয় গোপন রাখার শর্তে জানান, ফাজিলপুর গ্রামের এই পরিবারটি বিগত ৩০ বছর ধরে মাদকের কারবার করে আসছে। প্রথমদিকে দন্ডপ্রাপ্ত পারভীনের শাশুড়ি ফজু এই কারবার শুরু করেছিলেন। পরবর্তীতে পারভীনের স্বামী দুলাল মিয়া মাদকের বেচাকেনা করতেন। বর্তমানে পারভীন, তার ২ ছেলে ও বোন এই ব্যবসায় সম্পৃক্ত। তাদের বাড়িতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের আনাগোনা থাকত। আশপাশের প্রতিটি গ্রামেই তাদের একাধিক বিক্রয়কর্মী রয়েছে।
লালমাই থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, ‘একই পরিবারের ৪ জনকে মাদক কারবার পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছেন। দন্ডপ্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।’
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, ‘সেনা ও পুলিশ সদস্যদের সহায়তায় বৃহস্পতিবার রাতে ফাজিলপুরে অভিযান পরিচালনা করা হয়েছে। একটি পরিবারের সবাই মাদকের বেচাকেনায় সম্পৃক্ত। অপরাধ স্বীকার করায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।’
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com