
নিজস্ব প্রতিনিধি\ এই যেন দুর্গন্ধময় এলাকা। সাধারণ মানুষ হেঁটে যেতেও নাকে ধরতে হয়। দুর্গন্ধে পেট ফুলে আসে। যে কোন সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। রেলসড়কের পাশেই বাইপাস সড়ক দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা বাজারের চিত্র এটি। বাজারের সকল ময়লা আবর্জনা ব্যবসায়ীরা এখানেই পেলেন। রেল কর্তৃপক্ষের কোন প্রকার নজরদারি নেই বললেই চলে। পাশাপাশি পরিবেশ বিপর্যস্ত হলেও নীরব রয়েছেন পরিবেশ অধিদপ্তরের লোকজন।
সারাদিনের ব্যবসা শেষে মুরগির বর্জ্য, আলু, পেঁয়াজ, রসুন, শাকসবজিসহ সকল ধরনের কাঁচামাল পঁচা এখানেই ফেলা হয়। বৃহত্তর এই বাজারে পাবলিক টয়লেট না থাকায় ব্যবসায়ী ও বাজারে আগত ক্রেতাগন এখানেই প্রায় সময় মলমূত্রত্যাগ করতে দেখা যায়।
এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির আহবায়ক লোকমান হোসেন বলেন, বাগমারা বাজারের ব্যবসায়ীদের না করা স্বতেও রাতের বেলা তারা এই স্থানে ময়লা ফেলছে। কোন ভাবেই কথা শুনছেনা তারা।
কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব বলেন, যাদের দ্বারা পরিবেশ বিপর্যস্ত হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। বিষয়টি নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের একাধিক কর্মকর্তাকে মুঠোফোন বারবার কল করেও কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com