নিজস্ব প্রতিনিধি\ নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা ও কৃষি জমির মাটি ব্যবহার অপরাধে কুমিল্লার লালমাই উপজেলার ৩ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত রোববার (১১ই ফেব্রæয়ারি) বিকেলে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ ইটভাটাগুলোতে অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদন্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন ও বিএসটিআই-এর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহাদাত হোসেন।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৫ এবং ১৮ (২) ধারায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামস্থ মেসার্স মাহবুব ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা, সৈয়দপুর গ্রামস্থ মেসার্স আবুল কাশেম ব্রিকসকে (এ কে ব্রিকস) ২ লাখ ২০ হাজার টাকা এবং পেরুল উত্তর ইউনিয়নের আলীশ্বর গ্রামস্থ মেসার্স এমরান ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া বিএসটিআই আইন ২০১৮-এর ৩০ ধারায় মেসার্স আবুল কাশেম ব্রিকসকে (এ কে ব্রিকস) আরো ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত মেসার্স আবুল কাশেম ব্রিকসটি অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের ১০০ ফুট পশ্চিম উত্তরে অবস্থিত। ইটভাটাটির মালিক লালমাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম। আর মেসার্স এমরান ব্রিকসটি আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ ফুট দক্ষিণে অবস্থিত। এটির মালিক আদর্শ সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মরহুম আবদুল আলীমের ছেলে মো. মহসিন উল হাসান চৌধুরী সিপন।
আইন অনুযায়ী বিশেষ কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো স্থান বা প্রতিষ্ঠান হতে কমপক্ষে ১ (এক) কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো ইটভাটা স্থাপন ও পরিচালনা করা নিষিদ্ধ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com