আমাদের শরীর সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি করে, যা হাড় মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোদে দাঁড়ালে মন ভালো হয়, বিষণ্নতা কমে, এবং হরমোনের ভারসাম্য বজায় থাকে।
সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রোদে থাকা সবচেয়ে নিরাপদ ও উপকারী। দিনে মাত্র ১৫-২০ মিনিট মুখ, হাত ও পায়ের খোলা অংশ রোদে রাখলেই শরীর প্রয়োজনীয় ভিটামিন ডি সংগ্রহ করতে পারে।
প্রাকৃতিক রোদ আমাদের শরীর ও মনের জন্য একটি অলৌকিক উপহার। প্রতিদিন মাত্র কয়েক মিনিট রোদে দাঁড়ানোই হতে পারে আপনার পরবর্তী স্বাস্থ্যসচেতন অভ্যাস।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com