প্রধান উপদেষ্টা গাজায় চলমান মানবিক সংকটের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঐতিহাসিক ‘ফ্লোটিলা ফর গাজা’ অভিযানে অংশ নেওয়া বাংলাদেশি খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের নিরাপত্তা নিশ্চিত করতে নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন।
শনিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন,
“আমরা গাজা অভিমুখী ঐতিহাসিক নৌবহরে অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, বিশেষ করে বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের। শহিদুল যেভাবে ২০১৮ সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য ১০৭ দিন কারাবরণ করেছিলেন, আজও সেই একই সাহস, দৃঢ়তা ও অবিচল মনোবল নিয়ে এই মানবিক মিশনে অংশ নিচ্ছেন। তিনি বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক।”
প্রধান উপদেষ্টা আরও বলেন,
“গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে আমি বলেছিলাম, ‘মানবিক যন্ত্রণার প্রতি উদাসীনতা সেই অগ্রগতিকে ধ্বংস করছে, যা মানবজাতি দশকের পর দশক ধরে সংগ্রামের মাধ্যমে গড়ে তুলেছে।’
গাজাই আজ তার সবচেয়ে বেদনাদায়ক উদাহরণ—সেখানে শিশুরা অনাহারে মারা যাচ্ছে, বেসামরিক মানুষ নির্বিচারে নিহত হচ্ছে, হাসপাতাল ও স্কুলসহ পুরো এলাকাগুলো মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে।”
বিবৃতির শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন,
“আমরা শহিদুল আলমের সঙ্গে আছি, গাজার জনগণের সঙ্গে আছি—আজ, আগামীকাল এবং চিরকাল।”
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com