নিজস্ব প্রতিনিধি॥ চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার দায়ে তোফাজ্জল হোসেন নামের এক জনকে ২ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা অভিযান পরিচালনা করেন। এ সময় এক্সকেভেটর দিয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাটি ব্যবসায়ী তোফাজ্জলকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটর জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান, দুদিন আগে তোফাজ্জল কৃষি জমির মাটি কাটবেন না মর্মে মুচলেকা দিয়ে যান। কিন্তু দু’দিন পার না হতেই তিনি আবারও মাটি কাটা শুরু করেন। মাটি কাটা বন্ধে অভিযান চলবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com