
নিজস্ব প্রতিনিধি\ চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশি অভিযানে দু’টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩০ রাউন্ড গুলিসহ থানা লুটের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মা ও ছেলেকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
গত শুক্রবার (২রা জানুয়ারি) দিবাগত রাতে শাহরাস্তি পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম উপলতা গ্রামের জমির উদ্দিন ব্যাপারীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- লাভলি বেগম (৪০) ও তার ছেলে ফয়সাল হোসেন (২৪)।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- পুলিশের ব্যবহৃত চশমা, বেল্ট, মাস্ক, সোল্ডার সিগন্যাল লাইটসহ বিভিন্ন পুলিশি সরঞ্জাম।
চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. লুৎফর রহমান জানান, আটককৃত ফয়সাল হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে উদ্ধার হওয়া অস্ত্র ও মালামাল ২০২৪ সালের ৫ই আগস্ট ঢাকার খিলখেত থানা থেকে লুট হওয়া।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও পুলিশি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com