নিজস্ব প্রতিনিধি\ চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত আলমগীর হত্যার মুল হোতা তাজুল ইসলাম তপনকে ঢাকার উত্তর খান থেকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার।
পুলিশ জানায়, আলমগীরকে হত্যার পর আত্মগোপনে চলে যায় তপন। সে ছদ্মবেশে ঢাকার উত্তর খান এলাকায় ভ্যানে করে জুতা বিক্রি করে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪শে জুন রাতে ভ্যান গাড়িতে জুতা বিক্রি অবস্থায় আটক করা হয়।
উল্লেখ্য, গত ১৭ই মার্চ প্রবাসির বাড়ির ছাদে আলমগীর হোসেন (৩৮) নামক এক যুবককে ছুরিকাঘাতে গলা কেটে হত্যা করা হয় । হত্যার শিকার আলমগীর উপজেলার চিতোষি পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত শহিদুল্লার ছেলে। উপজেলার চিতোষি পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের প্রবাসি আবুল হোসেনের ( মনিক) বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন রাতেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক প্রবাসী মানিকের স্ত্রী খোদেজা বেগম ও তার মেয়ে মাহমুদা আক্তার সোনিয়াকে থানায় নিয়ে আসে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সোনিয়া এ হত্যাকান্ডের কথা স্বীকার করে। সোনিয়া জানায়, আলমগীরের সাথে তার সম্পর্ক রয়েছে, আলমগীর তাকে বিরক্ত করত। এই ক্ষোভের কারণেই তাকে হত্যা করেছে।
সোনিয়া উক্ত ঘটনায় নিজের দায় স্বীকার করলেও এ হত্যাকান্ডের সাথে জড়িত অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কিনা তা বলেনি। তবে ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মোবাইলের সুত্র ধরে এ ঘটনায় আরও কেউ জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।
সোনিয়াকে আটকের পর পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেন। বিজ্ঞ আদালত সোনিয়ার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শাহরাস্তি থানা হেফাজতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয় সোনিয়াকে। মামলার তদন্তকারী কর্মকর্তা অলি উল্লাহ জানান, সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যাকান্ডের কথা স্বীকার করে। আলমগীরের সাথে সোনিয়ার দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিল। সোনিয়াকে উত্ত্যক্ত করার কারণে ক্ষিপ্ত হয়ে সে তার মামা শ্বশুর তাজুল ইসলাম তপনের সহযোগিতায় এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে সোনিয়া বিজ্ঞ আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
জানা যায়, তাজুল ইসলাম তপন চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনের ছোট ভাই। এলাকায় একজন সন্ত্রাসী ও বখাটে ছেলে হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে। ঘটনার দিন থেকেই আতœগোপনে চলে যায় তপন। সোনিয়ার মামা শ্বশুর ও হত্যার মাষ্টার মাইন্ড তপনকে ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত ছিলো। তারই ধারাবাহিকতায় ঢাকার উত্তর খান এলাকা থেকে তাকে আটক করে হয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com