বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে ৪১ হাজার প্রার্থী নিয়োগের জন্য সুপারিশ পেয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের হাতে তুলে দেন।
এনটিআরসিএ জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাবেন। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করবে। নিয়োগপত্র হাতে পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরা তাঁদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের লিংক থেকে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন।
আবেদন করেছিলেন: ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন
প্রিলিমিনারিতে অংশ নেন: ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন
প্রিলিমিনারি উত্তীর্ণ: ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন
লিখিত পরীক্ষায় অংশগ্রহণ: ৩ লাখ ৪৮ হাজার ৬৮০ জন
লিখিত উত্তীর্ণ: ৮৩ হাজার ৮৬৫ জন
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ: ৮১ হাজার ২০৯ জন
মৌখিক উত্তীর্ণ: ৬০ হাজার ৬৩৪ জন
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, “৬ষ্ঠ নিয়োগ সুপারিশ কার্যক্রমের আওতায় ১ লাখ ৮২২টি শূন্য পদের বিপরীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রায় ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। ই-রেজিস্ট্রেশন থেকে শুরু করে চাহিদা প্রদান ও নির্বাচন পর্যন্ত সব ধাপ আধুনিক প্রযুক্তির সহায়তায় স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।”
তিনি আরও বলেন, “মেধাবী ও যোগ্য শিক্ষক নিয়োগের মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে উপযুক্তভাবে গড়ে তুলতে চাই। শিক্ষক নিয়োগপ্রক্রিয়ার এই ডিজিটাল রূপান্তর ভবিষ্যতে আরও শক্তিশালী, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।”
নিয়োগপত্র পাওয়ার আগে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তিন সদস্যবিশিষ্ট কমিটির মাধ্যমে প্রার্থীর শিক্ষাগত সনদ ও এনটিআরসিএর সুপারিশপত্র যাচাই করবেন।
প্রার্থী যোগদানের পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান টেলিটকের ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে Joining Status-এ ‘Yes’ ক্লিক করবেন।
প্রার্থী যোগদান না করলে ‘No’ ক্লিক করে সম্ভাব্য কারণ উল্লেখ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com