বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এখন থেকে প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থী যদি পুলিশ ভেরিফিকেশন ফরম জমা না দেন, তাহলে তাকে আর নিয়োগের জন্য বিবেচনা করা হবে না।
সংশ্লিষ্ট পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, এনটিআরসিএ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে ফরম সংগ্রহ করে সরাসরি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে। আগের নিয়ম অনুযায়ী, এই ফরম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হতো, যা এখন থেকে বাতিল।
পরিপত্রে সই করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ভেরিফিকেশন প্রক্রিয়ায় সময় কমবে এবং নিয়োগ আরও দ্রুত হবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়। কারণ, আগের ধাপে ধাপে প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার সৃষ্টি করত।
বর্তমানে এনটিআরসিএ’র ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ৮২২টি পদে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার মাঝেই গত বুধবার নতুন পরিপত্রটি জারি করা হয়।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com