
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে সতর্কতা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পাঠানো এক চিঠিতে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত ‘সামাজিক যোগাযোগমাধ্যম নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ, সাইবার স্পেসে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও বিচার সংক্রান্ত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ কার্যকর রয়েছে। এসব নির্দেশিকা ও অধ্যাদেশ লঙ্ঘন করা আচরণবিধি ভঙ্গের শামিল এবং অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
এ প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশিকা ও অধ্যাদেশ যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com