
শীতের মৌসুমে তাপমাত্রা কমে গেলে গরম পানিতে গোসল অনেকের কাছেই আরাম ও স্বস্তির অনুভূতি এনে দেয়। বিশেষ করে সকালে বা সন্ধ্যায় ঠান্ডা বাতাসের মধ্যে গরম পানি শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। তবে চিকিৎসকদের মতে, অতিরিক্ত গরম পানিতে নিয়মিত গোসল ত্বক ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
বিশেষজ্ঞরা জানান, খুব গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়, ফলে শীতকালে ত্বক আরও শুষ্ক হয়ে চুলকানি বা ফাটার সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি উচ্চ রক্তচাপ বা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত গরম পানিতে গোসল মাথা ঘোরা বা দুর্বলতা তৈরি করতে পারে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শীতে হালকা গরম বা কুসুম গরম পানিতে স্বল্প সময় গোসল করাই সবচেয়ে নিরাপদ। গোসলের পর ত্বক আর্দ্র রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করা উপকারী। এতে শীতের আরাম যেমন বজায় থাকবে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও এড়ানো সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com