প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ১:৩৪ অপরাহ্ণ
সংসদ নির্বাচনে বয়সসীমা কমানোর প্রস্তাব দেবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল রোববার অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রাথমিক সংস্কার প্রস্তাব জমা দেবে। এতে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৩ বছর এবং ভোটার হওয়ার বয়স ১৬ বছর করার সুপারিশ করা হবে।
আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সংস্কার সমন্বয় কমিটির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
ভোটার হওয়ার বয়স ১৬ বছর করার প্রস্তাব
এনসিপি মনে করে, ভোট দেওয়ার বয়স ১৬ বছর হওয়া উচিত। সারোয়ার তুষার বলেন, ‘সাম্প্রতিক আন্দোলন বিশ্বজুড়ে "জেন–জির অভ্যুত্থান" হিসেবে পরিচিতি পেয়েছে। কিন্তু ১৮ বছরের নিচে হওয়ায় তারা আসন্ন নির্বাচনে মতামত দিতে পারবে না। এনসিপি মনে করে, এটি অনৈতিক ও অযৌক্তিক। তাই ১৬ বছর বয়স থেকে ভোটের বিধান রাখার প্রস্তাব দিচ্ছি।’
সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব
সংবিধান সংস্কার কমিশন সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২১ বছর করার প্রস্তাব দিয়েছে। তবে এনসিপি মনে করে, এটি খুবই কম। সারোয়ার তুষার বলেন, ‘ন্যূনতম বয়স ২৩ বছর হওয়া যুক্তিসঙ্গত।’ বর্তমানে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স ২৫ বছর।
প্রস্তাব জমা ও আলোচনা
আগামীকাল রোববার দুপুর ২টায় জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে এনসিপির প্রতিনিধিদল তাদের সংস্কার প্রস্তাব জমা দেবে। এরপর ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির আলোচনা হবে। সারোয়ার তুষার জানান, ঈদের পর এনসিপির অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com
© 2023 Weekly Laksambarta. All rights reserved.