প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৪, ৯:৪৩ অপরাহ্ণ
সচিবালয়ে আগুন নাশকতা নয়; বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে: তদন্ত কমিটি

সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি। ছবি সৌজন্যে: নয়া দিগন্ত মূলতঃ নাশকতা নয়; বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। নাসিমুল গনি জানান, বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে সচিবালয়ে আগুনের সূত্রপাত হয়েছে। এ সংক্রান্তে প্রাথমিক তদন্তে কোনো নাশকতার আলামত পাওয়া যায়নি। এর আগে, সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রধান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত কমিটি জানিয়েছেন- এ ঘটনায় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। প্রকাশ থাকে যে, ২৫শে ডিসেম্বর মধ্যরাতে সচিবালয়ে আগুনের কারণ অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। এরপর সেটি বাতিল করে ৮ সদস্যদের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়। এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয় এবং যত শিগগিরই সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়ার কথা বলা হয়। তদানুযায়ী তদন্ত কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। উল্লেখ্য, গত বুধবার (২৫শে ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ঢাকা রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com
© 2023 Weekly Laksambarta. All rights reserved.