ষ্টাফ রিপোর্টার\ আসন্ন কুমিল্লা সিটি উপ-নির্বাচনের মেয়র পদে প্রচারণায় নগরীর ১০ নম্বর ওয়ার্ডের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠক করায় বাস প্রতীকের প্রার্থী তাহসীন বাহার সূচনা ও ফয়জুন্নেছা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তারকে ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়ে শোকজ করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত ২৩শে ফেব্রæয়ারি সন্ধ্যায় এই উঠান বৈঠক করায় সেদিনই তাদেরকে এই শোকজ করা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন।
শোকজের চিঠি সূত্রে জানা গেছে, সরকারি স্থাপনায় নির্বাচনি সভা করায় বাস প্রতীকের প্রার্থী ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। এই কার্যক্রমের জন্য কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না- তা পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে। ওদিকে, কুমিল্লা সিটি উপ- নির্বাচনে আচরণ বিধি পর্যবেক্ষণের জন্য ২৭টি ওয়ার্ডে ৯ জন ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। ম্যাজিষ্ট্রেটগণ প্রচার-প্রচারণা শুরু হবার পর থেকে সকল প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের আচরণবিধি পর্যবেক্ষণ করবেন। আচরণবিধি অমান্য করলে নির্বাচনি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com