ষ্টাফ রিপোর্টার\ দেশে ‘উকিলদের বার কাউন্সিল সনদ, চিকিৎসকদের বিএমডিসি সনদ’-এর মতো সাংবাদিকদেরও প্রেস কাউন্সিল সনদ লাগবে। সর্বনিম্ন স্নাতক পাসের সনদে প্রেস কাউন্সিলের এ সার্টিফিকেট মিলবে।
গত সোমবার (১০ই জুন) কক্সবাজারে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকতা করতে হলে ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে। তবে যারা দীর্ঘদিন যাবত সাংবাদিকতায় আছেন- সে প্রমান সাপেক্ষে তাদের শিক্ষাগত যোগ্যতা শিথিল রেখে প্রস্তাবনা তৈরি করা হয়েছে।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, দেশে ভুয়া সাংবাদিক বেড়েছে। এসবের দৌরাত্ম্য থেকে রক্ষা পেতে হলে অবশ্যই প্রকৃত সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। না হলে মাছ বিক্রেতা, চা বিক্রেতাও সাংবাদিক হিসেবে পরিচয় নেবে। এটা বন্ধ করার উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজও চলছে। তবে এসব সুযোগ-সুবিধা পেতে হলে অবশ্যই প্রকৃত সাংবাদিক হতে হবে। সাংবাদিক ছাড়া কোনো সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ নেই।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, স্থানীয় পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুস ছাত্তার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com