নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোট আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য কিংবদন্তি রাজনীতিবিদ, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ড্যাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ মনোরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এ কে এম কামারুজ্জামানের সমাধিতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠনের শ্রদ্ধা নিবেদন ও দোয়া মুনাজাত অব্যাহত রয়েছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ নাঙ্গলকেটের এ কিংবদন্তীর সমাধিতে এসে চোখের পানি পেলছেন। তাদের প্রার্থনা মহান আল্লাহ তায়ালা তাদের প্রিয় মানুষটিকে যেন তার হাজারো ভাল কর্মের ফলে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন।
অধ্যাপক ডাক্তার এ কে এম কামারুজ্জামান গত শুক্রবার (১৯শে সেপ্টম্বর) দুপুর ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৭ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার (২০শে সেপ্টেম্বর) আছর নামাজের পর নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ডাক্তার এ কে এম কামারুজ্জামানকে নাঙ্গলকোট খাঁন বাড়ি জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, ডাক্তার কামারুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চিকিৎসক সংগঠন ড্যাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান ছিলেন। তিনি নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ, নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল গালর্স স্কুল, নাঙ্গলকোট মনোয়ারা মাহমুদা বালিকা মাদরাসা, নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, নাঙ্গলকোট ডাক্তার জামান্স কিন্ডার গার্ডেন, নাঙ্গলকোট হাছান জামিলা ফাউন্ডেশন, ১০০ শয্যা বিশিষ্ট নাঙ্গলকোট জামান্স ক্লিনিক ও মাইডার হোম ছাড়াও ঢাকার বনানীতে জামান্স ক্লিনিক ও মাইডার হোম প্রতিষ্ঠা করেন। ডাক্তার কামারুজ্জামানের পিতা মরহুম হাসানুজ্জামান ছিলেন পাকিস্তান সরকারের এম এল এ।
এদিকে, ডাক্তার কামারুজ্জামানের মৃত্যুতে নাঙ্গলকোটের সর্ব মহলে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহŸায়ক নজির আহম্মেদ ভ‚ঁইয়া, সদস্য সচিব নূরুল আফসার নয়ন, নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছান, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com