সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আজ শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ও এক মেয়েকে রেখে গেছেন।
শামসুল হুদার শ্যালক আশফাক কাদেরী প্রথম আলোকে জানান, সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, শামসুল হুদার মরদেহ ইউনাইটেড হাসপাতালেই রাখা হয়েছে। তাঁর মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে জানাজা অনুষ্ঠিত হবে এবং বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
এ টি এম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদ নির্বাচন তাঁর নেতৃত্বেই অনুষ্ঠিত হয়। কমিশনে তাঁর সহকর্মী ছিলেন মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।
১৯৪২ সালে ফরিদপুর সদর উপজেলায় জন্ম নেওয়া শামসুল হুদা স্বাধীনতা-পরবর্তী সময়ে পাকিস্তান সিভিল সার্ভিস থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি বাগেরহাট মহকুমার প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও ব্যাংকিং বিভাগের সচিব, এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এ টি এম শামসুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com