নিজস্ব প্রতিনিধি\ কাঁধে প্রতীকী লাশ, হাতে প্ল্যাকার্ড নিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী ৩২টি জেলার ৭২টি উপজেলায় সীমান্তে হত্যা বন্ধের দাবিতে মিছিল কর্মসূচি শুরু করেছেন নোয়াখালীর সুধারাম উপজেলার নিয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামের আবদুল মান্নানের ছেলে হানিফ বাংলাদেশী। গত শুক্রবার সকাল ১০টায় কক্সবাজারের টেকনাফ পৌরসভার অলিয়াবাদ জিরো পয়েন্ট থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।
গত রোববার কুমিল্লা জেলার সীমান্তবর্তী উপজেলা চৌদ্দগ্রাম অতিক্রম করেছেন মো. হানিফ ওরফে হানিফ বাংলাদেশির নেতৃত্বে তার টিম। তার সঙ্গে থাকা অপর ৪ জন হলেন ঝালকাঠি জেলার রাজাপুরের মোহাম্মদ সৌরভ, চট্টগ্রামের বোয়ালখালীর নুরুল আজিম, রংপুরের পীরগাছার আবু নাসিম ও নোয়াখালীর বেগমগঞ্জের মো. আরিফ।
কর্মসূচির অংশ হিসেবে হানিফ বাংলাদেশি টিমের প্রত্যেকে প্রতীকী লাশ কাঁধে নিয়ে মিছিলের পাশাপাশি সীমান্ত এলাকার মানুষকে হত্যাকান্ডের বিষয়ে অবহিত করবেন।
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা অতিক্রম করার সময় হানিফ বাংলাদেশি গণমাধ্যমকে জানান, ভারত সব সময় সীমান্তে নিরিহ মানুষকে পাখির মত গুলি চালিয়ে হত্যা করছে, কিছুদিন আগে বাংলাদেশের একজন বিজিবি সদস্যকে বিএসএফ গুলি চালিয়ে হত্যা করেছে, গত ৪ মাসে ভারত সীমান্তে ২১ জন বাংলাদেশী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে। এসব হত্যাকান্ড বন্ধের দাবিতেই এ কর্মসূচি।
হানিফ বাংলাদেশী বলেন, এই কর্মসূচিতে আমরা দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। দেশের সচেতন মানুষদের এই কর্মসূচি অংশ গ্রহণ করার আহবান জানাচ্ছি। যেদিন যে জেলা- উপজেলায় এই মিছিল যাবে সেখানে যেকোনো দল, সংগঠনকে আমাদের সাথে সংহতি জানানোর আহ্বান জানাচ্ছি। এর আগেও সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে ২০২০ সালে আমি প্রতীকী লাশ কাঁধে নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রামে পদযাত্রা করেছি।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com