সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একদল আওয়ামী লীগ সমর্থক আসিফ নজরুলকে ঘিরে তর্ক-বিতর্ক করছেন এবং বারবার জিজ্ঞাসা করছেন, 'আপনি মিথ্যা বলেছেন।'
[caption id="attachment_6275" align="alignnone" width="782"] Photo: Collected[/caption]
ভিডিওতে আসিফ নজরুলকে বলতে শোনা যায়, 'আপনি গায়ে হাত দিচ্ছেন কেন?'
জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের সূত্র অনুযায়ী, আসিফ নজরুল আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে দেশে ফিরছিলেন। দূতাবাসের প্রটোকলের মাধ্যমে তিনি জেনেভা বিমানবন্দরে পৌঁছান। এ সময় একদল ব্যক্তি এসে তাকে ঘিরে ধরে এবং বিরক্ত করেন।
সুইজারল্যান্ডের একাধিক সূত্র জানায়, হেনস্তাকারীরা আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং এ সময় তারা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দেন। সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খানও সেখানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, আইন উপদেষ্টা ব্যক্তিগত সফরে নয়, বরং আইএলওতে বাংলাদেশের মামলা নিয়ে বৈঠক করতে এসেছিলেন। বৃহস্পতিবার বিকেলে দেশে ফেরার পথে বিমানবন্দরে কিছু ব্যক্তি তার সঙ্গে বাজে ব্যবহার করেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com