নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লায় বন বিভাগের সাঁড়াশি অভিযানে ৬ লাখ টাকার চোরাই সেগুন কাঠ জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী বন বিভাগের চেকপোস্টে তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যান ভর্তি এসব কাঠ জব্দ করা হয়। এ সময় চালক পালিয়ে যায়। চেকপোস্টের ইনচার্জ হুমায়ুুন কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে একটি কাভার্ডভ্যানে তল্লাশি করা হয়। এ সময় চোরাইভাবে পাচারকৃত ৬ লাখ টাকার সেগুন কাঠ জব্দ করা হয়। কুমিল্লা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম মোহাম্মদ কবিরের নির্দেশনায় স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।
স্টেশন কর্মকর্তা হুমায়ুুন কবির বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে রাজস্ব ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ পাচার করছে বিভিন্ন সিন্ডিকেট। মূলত কাভার্ডভ্যানে করে এসব কাঠ পাচারের ফলে বেশিরভাগ চোরাই কাঠের চালান আমাদের দৃষ্টির আড়ালে থাকে। এসব কাঠ পাচার সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে আমরা এ অভিযান অব্যাহত রাখছি। এছাড়া, সোর্সিং তৎপরতা বাড়ানো হয়েছে। জব্দকৃত এসব কাঠের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com