নিজস্ব প্রতিনিধি\ দ্বিতীয় ধাপে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে নির্বাচন কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
গতকাল মঙ্গলবার (২১শে মে) দুপুর ১টার দিকে নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তাজুল ইসলাম, মো. কামাল উদ্দিন, পোলিং কর্মকর্তা মো. সোলাইমান সেলিম, কোহিনুর আক্তার, মো. শহিদুল ইসলাম, সাবিনা ইয়াসমিন ও স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভোটকেন্দ্রে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজশে জাল ভোট দেয়ার বিষয়টি হাতেনাতে ধরেন সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট তানিমুর রহমান। পরে অভিযুক্তদের সোনাইমুড়ী থানায় সোপর্দ করে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেয়া হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আটক ৭ জনের বিরুদ্ধে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা গোপাল চন্দ্র রায় বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com