নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে ইউসুফ (৩৫) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত ৬ই ফেব্রয়ারী রাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিয়ার, বিদেশি পিস্তল, গুলি ও মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ইউসুফ সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ঘাসেরখিল গ্রামের সৈয়দ গাজী ব্যাপারী বাড়ির বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গত বুধবার দুপুরে আটক ইউসুফের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক আবদুল হামিদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ইউসুফের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় পালিয়ে যায় তার সহযোগী মাহমুদ হাসান সজীব (২৯)। পরে ইউসুফের দেয়া তথ্যের ভিত্তিতে ১৪৪ ক্যান বিয়ার, একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com