খোরশেদ আলম\ নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিদিষ্ট ময়লার স্থান নেই। ময়লা আর্বজনার স্তুপ করে রাখা হয়েছে। যা থেকে তীব্র দূর্গন্ধ ছড়ায়। এতে অস্বস্তিতে পড়েছেন রোগী, আগত স্বজনরা ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
হাসপাতালের বর্জ্যের কারনে আশপাশের এলাকার বসবাসরত জনসাধারণ রয়েছে মারাত্বক স্বাস্থ্য ঝুকিতে। স্থানীয় পৌরসভা হাসপাতালের বর্জ্য না নেয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব বর্জ্যের মধ্যে রয়েছে রক্তের গজ, ইনজেকশনের সিরিজ, হ্যান্ড গ্লাভস ও মাক্সসহ নানা ধরনের চিকিৎসা বর্জ্য। ফলে দূর্গন্ধে বাতাসে ছড়িয়ে পড়ছে জীবাণু।
হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর স্বজন আব্দুল খালেক বলেন, তার রোগীর ২ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছে। পাশেই স্তুপ করে রাখা ময়লার গন্ধে অবস্থান করা যাচ্ছে না। সুস্থ মানুষ এখানে থাকলে অসুস্থ হয়ে পড়বে।
স্থানীয় বাসিন্দা আবুল খায়ের বলেন, হাসপাতাল কর্তপক্ষ দীর্ঘদিন যাবত এভাবে ময়লা ফেলে রাখায় পরিবার নিয়ে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার কোন জনবল, যন্ত্রপাতি, গাড়ী ও তদারকির ব্যবস্থা নেই। একাধিকবার আর্বজনা সরাতে পৌর কর্তৃপক্ষকে জানালেও মেলেনি সমাধান।
সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান জানান, হাসপাতালের চিকিৎসা বর্জ্য বা ডিসপোজিবল বর্জ্যগুলো পুড়িয়ে ফেলা হয়। উপজেলা সমন্বয় সভায় হাসপাতালের বর্জ্য অপসারণ বিষয়ে পৌর কর্তৃপক্ষের সহযোগীতা চাইলেও তা পাওয়া যায়নি।
সোনাইমুড়ী পৌরভার মেয়র নুরুল হক চেীধূরী বলেন, পৌর এলাকা থেকে হাসপাতাল দূরে হওয়ায় ময়লা অপসারণ করা অসম্ভব হয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com