সোনালী ব্যাংক পিএলসি দরিদ্র, মেধাবী, অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী, এতিম এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় আবেদন আহ্বান করেছে। গত বুধবার থেকে শুরু হওয়া এই আবেদনের শেষ তারিখ ৯ ডিসেম্বর।
আবেদনের যোগ্যতা:
যোগ্যতার শর্তাবলী:
আগ্রহী শিক্ষার্থীরা দ্রুত আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০, মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে জিপিএ ৪.৫০, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীর ক্ষেত্রে জিপিএ ৪.৫০ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত হতে হবে।
শুধু দরিদ্র শিক্ষার্থী/ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থী/ শারীরিক প্রতিবন্ধী/এতিম/অসচ্ছল মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান শিক্ষার্থী যাদের পিতা-মাতা/অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫ হাজার টাকার (মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত) বেশি নয়, তারা আবেদন করতে পারবেন। সচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই।
বৃত্তির পরিমাণ—
বৃত্তির পরিমাণ এককালীন ১০ হাজার টাকা।
যেভাবে আবেদন—
সোনালী ব্যাংকের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংক পিএলসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র লাগবে
প্রাথমিক বাছাইয়ে মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত Online Application Form (শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সিলমোহরযুক্ত সুপারিশসহ), বর্তমানে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত অধ্যয়ন সনদ, অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদ এবং নাগরিকত্বের সনদের সত্যায়িত কপি, জন্মনিবন্ধন সনদ/এনআইডির সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন থেকে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয়সংক্রান্ত প্রত্যয়নপত্র (অভিভাবকের পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকতে হবে) ও চাকরিরত অভিভাবকদের পদবি ও বেতন স্কেল উল্লেখসহ সংশ্লিষ্ট অফিসপ্রধান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র, মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর/জেলা সমাজসেবা কার্যালয়/ উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সনদ/প্রত্যয়নপত্র এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক উপযুক্ত সনদ/প্রত্যয়নপত্র।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com