ষ্টাফ রিপোর্টার\ গত এক সপ্তাহে সৌদি আরবে ১৪ হাজার ৯৫৫ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাবিষয়ক আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২শে ফেব্রæয়ারি থেকে এক সপ্তাহে চালানো অভিযানে ১৪ হাজার ৯৫৫ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৯ হাজার ৮০ জন, সীমান্ত নিরাপত্তাবিষয়ক আইনে ৩ হাজার ৮৮ জন, শ্রম আইন লঙ্ঘনের দায়ে দুই হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সৌদিতে অবৈধভাবে প্রবেশের দায়ে ৮৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বেশিরভাগে ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। অভিযানে অবৈধ উপায়ে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে আরও ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, অভিযান চলাকালে আবাসন, সীমান্ত এবং কাজের বিধিবিধান লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগে জড়িত থাকার দায়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিককালে দেশটিতে গ্রেপ্তার ৫৭ হাজার ৭৮৭ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এ ছাড়া তাদেরকে নিজ নিজ দেশে পাঠানো প্রক্রিয়া চলছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটিতে থেকে ৫২ হাজার ৪০১ জনকে দেশে ফেরাতে প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে যোগাযোগের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া ১০ হাজার ২৫৬ জনকে ইতিমধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও এক হাজার ৭৬৩ জনকে ফেরত পাঠাতে নথিপত্র চূড়ান্ত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের ধনী দেশ সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করে। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক দেশটিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারের খবর প্রকাশ করে। অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারীকেও সৌদিতে ১৫ বছরের কারাদন্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এই বিষয়ে প্রতিনিয়ত সরকারিভাবে সতর্ক বার্তা দিয়ে যাওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com