নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হ্যাপী বণিক (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত ১৯শে আগস্ট রাত সাড়ে ৮টায় মোটরসাইকেলে কুমিল্লা থেকে হরিমঙ্গল আসার পথে ছয়গ্রাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত হ্যাপী বণিক উপজেলার ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকার রঞ্জিত বণিকের স্ত্রী। রঞ্জিত ব্রাহ্মণপাড়া সদর বাজারের অনিকা জুয়েলার্সের স্বত্বাধিকারী।
এলাকাবাসী ও পারিবার জানায়, ১৯শে আগস্ট রঞ্জিত বণিক তার স্ত্রী হ্যাপী বণিককে নিয়ে কুমিল্লায় চিকিৎসা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা কুমিল্লা-মিরপুর সড়ক চলাচল অনুপযোগী থাকায় কুমিল্লা-বাগড়া সড়ক দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছয়গ্রাম এলাকায় একটি ব্রিজে ওঠার সময় দুর্ঘটনাবশত হ্যাপী বণিক স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় তার মাথায় প্রচন্ড আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে কুমিল্লায় একটি প্রাইভেট হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হ্যাপী বণিক ও রঞ্জিত বণিক দম্পতির ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com