নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় এশিয়া ট্রান্সপোর্ট বাসে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ ২ নারীকে আটক করেছে ডিএনসি। গত শুক্রবার (১৪ই ফেব্রæয়ারি) সকালে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত¡াবধানে ও উপ-পরিদর্শক মো. মুরাদ হোসেনের নেতৃত্বে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে ঢাকা-চটগ্র্রাম মহাসড়কে অভিযান চালিয়ে কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া ট্রান্সপোর্ট যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ মোসা. রুনু আক্তার (৩৭) ও আঞ্জুমান আক্তার সুমাইয়াকে (২০) আটক করা হয়। আটককৃত নারী রুনু আক্তার (৩৭) কুমিল্লা কোতয়ালী থানার মুরাদপুর মৃত. চারু মিয়ার মেয়ে। অপর নারী আঞ্জুমান আক্তার সুমাইয়া (২০) একই থানার মৃত সুমন মিয়ার মেয়ে ও রাব্বি হোসেনের স্ত্রী। ডএনসি উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অল্প সময়ে অধিক উপার্জনের লোভে তারা বারবার মাদক বহনের কাজে জড়িয়ে পড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্য মাদক ব্যবসায়ীরা কৌশল হিসেবে মহিলাদের মাদক বহনের কাজে ব্যবহার করছেন। আসামিদের বিরুদ্ধে ডিএনসি উপ-পরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com