সরকার পাঁচটি বিসিএসের মাধ্যমে ১৮,১৪৯ জনকে নিয়োগ দেবে। এর মধ্যে ১২,৭১০ জন ক্যাডার পদে এবং ৫,৪৩৯ জন নন-ক্যাডারে নিয়োগ পাবেন। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোকলেস উর রহমান।
জনপ্রশাসনের এক কর্মকর্তা জানান, ৪৭তম বিসিএসের পর আরও ২,০০০ কর্মকর্তা নিয়োগ হবে। সব মিলিয়ে ২০,০০০-এর বেশি কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
শহীদুল্লাহ ভূঁইয়া
সহযোগী সম্পাদক: তোফায়েল আহমেদ
অফিস: সম্পাদক কর্তৃক আজমিরী প্রেস, নিউমার্কেট চান্দিনা প্লাজা, কুমিল্লা থেকে মুদ্রিত ও ১৩০৭, ব্যাংক রোড, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। ফোন: ০২৩৩৪৪০৭৩৮১, মোবাইল: ০১৭১৫-৬৮১১৪৮, সম্পাদক, সরাসরি: ০১৭১২-২১৬২০২, Email: laksambarta@live.com, s.bhouian@live.com