নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিলেন ইলন মাস্ক


টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন, যার নাম ‘আমেরিকা পার্টি’। শনিবার (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাস্ক এ ঘোষণা দেন। তিনি জানান, দেশের রাজনীতিতে স্বাধীনতার চেতনা ফিরিয়ে আনতেই এই দলের যাত্রা শুরু।
মাস্ক তার পোস্টে লেখেন, “আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হলো।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার দুর্বলতা ও রাজনৈতিক বিভক্তি এই নতুন দল গঠনের অন্যতম কারণ।
টেসলা ও স্পেসএক্সের মতো প্রযুক্তি খাতে প্রভাবশালী প্রতিষ্ঠানের নেতৃত্বদানকারী মাস্কের এই রাজনৈতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক বড় চমক হিসেবে দেখা হচ্ছে। যদিও দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সোচ্চার ছিলেন, তবে এবার সরাসরি একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক মঞ্চে পা রাখলেন।
মাস্ক দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ একজন পরামর্শদাতা হিসেবে পরিচিত ছিলেন। তবে এবার তিনি নিজেই একটি নতুন রাজনৈতিক মঞ্চ গড়ে তোলার পথে নামলেন।
এর আগে, মাস্ক এক্সে একটি জনমত জরিপ চালান, যেখানে তিনি অনুসারীদের প্রশ্ন করেন—যুক্তরাষ্ট্রে কি নতুন একটি রাজনৈতিক দলের প্রয়োজন আছে? হাজার হাজার মানুষ এতে অংশ নেন, এবং বিপুল সংখ্যক মানুষ নতুন দলের পক্ষে মত দেন।
তবে মাস্কের এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাস্কের ‘আমেরিকা পার্টি’ যদি বাস্তবিক অর্থেই সংগঠিত হয়, তাহলে এটি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠতে পারে। তবে দলটির আদর্শ, কাঠামো, নীতিমালা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।