বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমেরিকার নির্বাচনে অনেকটা জয়ের পথে ট্রাম্প

আমেরিকার নির্বাচনে অনেকটা জয়ের পথে ট্রাম্প

৮৭ Views

সুইং স্টেট নর্থ ক্যারোলিনায় ট্রাম্প এগিয়ে! ফক্স নিউজের পূর্বাভাস: ডোনাল্ড ট্রাম্প ২৩২, কমলা হ্যারিস ২১৬

শহীদুল্লাহ ভূঁইয়া॥ আমেরিকার নর্থ ক্যারোলিনা- এটি সুইং স্টেট হিসেবে পরিচিত। এখানে বিশাল জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট নিয়ে নর্থ ক্যারোলিনায় জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি বলছে, ট্রাম্পের প্রচারণার জন্য এই জয় গুরুত্বপূর্ণ, কেননা এর মাধ্যমে নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার পথে এগিয়ে গেলেন ট্রাম্প।
ট্রাম্প ২০১৬ সালে এই রাজ্যে তিন দশমিক ৬৬ শতাংশ এবং ২০২০ সালে এক দশমিক ৩৪ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হন।
ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে এই রাজ্যে সর্বশেষ ২০০৮ সালে বারাক ওবামা জয়ী হয়েছিলেন। তবে বারাক ওবামা ২০১২ সালে তার পুনর্নির্বাচনের সময় রিপাবলিকান প্রার্থী মিট রমনির কাছে নর্থ ক্যারোলিনা হারান।
নিউইয়র্কের স্থানীয় সময় এই রিপোর্ট লেখাকাল পর্যন্ত বিবিসি, আল জাজিরা, ফক্স নিউজ, নিউ ইয়র্ক টাইমস, এপির লাইভ পূর্বাভাসগুলোতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প অনেক ব্যবধানে এগিয়ে আছেন বলে মন্তব্য করা হয়েছে।
ফক্স নিউজের পূর্বাভাসে আরো বলা হয়েছে যে,
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে আজ কে হতে যাচ্ছেন দেশটির পরবর্তী রাষ্ট্রপ্রধান? কমালা হ্যারিস, নাকি ডোনাল্ড ট্রাম্প- কাকে বেছে নেবেন আমেরিকার ভোটাররা? ইতোমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফল ঘোষণা শুরু হয়ে গেছে। তবে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ফক্স নিউজের লাইভ পূর্বাভাসে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প অনেক ব্যবধানে এগিয়ে আছেন। ট্রাম্প ২৩২ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ২১৬ ইলেক্টোরাল ভোট।
এ ছাড়া আল জাজিরার পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাম্প ২৩০টি এবং কমলা ২০৫টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। ওদিকে, নিউইয়র্ক টাইমসের পূর্বাভাস বলছে, ট্রাম্প ২৩০টি এবং কমলা ২০০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। বার্তাসংস্থা এপির পূর্বাভাসেও অনেক ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প।
ওদিকে, বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিতি পাওয়া অধিকাংশ সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যে প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।
তবে এখন পর্যন্ত ট্রাম্প জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভেইনিয়ায় এগিয়ে আছেন। এসব রাজ্যে বেশিরভাগ ভোট গণনা করা হয়ে গেছে। অ্যারিজোনা ও উইসকনসিনেও ট্রাম্প  ডেমোক্র্যাট কমলা হ্যারিসের চেয়ে কিছুটা এগিয়ে আছেন। এ দুই রাজ্যে অর্ধেকের বেশি ভোট গণনা হয়েছে।
আর হ্যারিস এগিয়ে রয়েছেন শুধু মিশিগানে, সেখানে ৩২% ভোট গণনা হয়েছে। এসব পূর্বাভাস সঠিক হলে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে ডেমোক্রেটরা। সামান্য ব্যবধানে এতদিন তারা সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। কিন্তু মঙ্গলবারে এই প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও ভোট হয়। এতে সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৫১ আসন নিশ্চিত করেছে রিপাবলিকানরা। অন্যদিকে, প্রতিনিধি পরিষদেও তারা এগিয়ে আছেন। নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। এতে বলা হয়, চার বছর পর সিনেটের নিয়ন্ত্রণ হারাচ্ছেন ডেমোক্রেটরা।

Share This