আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলার বাদীদের শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিনিধি\ লাকসামে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার বাদীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে সর্বস্তরের নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকার মাওলানা সাঈদীকে চিকিৎসার নামে পরিকল্পিতভাবে হত্যা করে। আমরা আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলার বাদীদের শাস্তির দাবি জানাই।’ তারা বলেন, ‘২০১০ সালের ২১শে মার্চ করা মামলার বাদী বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নজীবুল বশর মাইজভান্ডারি, বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরী, মঞ্জুর আলম পারভেজসহ তাদের দোসরদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় আরো বৃহৎ কর্মসূচি দেয়া হবে।’
সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি মাওলানা আবু হানিফ সোহেল, মাওলানা ফরিদুল হক, মাওলানা সোলেমান সরোয়ার, মাওলানা মহিউদ্দিন, মাওলানা দেলোয়ার হোসাইন, ব্যবসায়ী এ টি এম শওকত হোসেন বিপ্লব, সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম মাসুম, মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক আবু বকর জাহিদ, সদস্য সচিব হুমায়ুুন কবির জামান, মহিন উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা আব্দুল হান্নান, প্রধান মুহাদ্দিস মাওলানা আবদুল হালিম, ছিলইন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।