এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রজ্ঞাপন জারি হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি সংবর্ধনা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত হয়ে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়ন করে প্রজ্ঞাপন জারি হওয়ায় কর্তৃপক্ষকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে শিক্ষকসহ সংশ্লিষ্টদেরক এই সংবর্ধনা দেয় সংগঠনটি।
বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মো. সরোয়ার বলেন, আমাদের বদলির সুযোগ না থাকা ছিল অমানবিক। অনেকে বাড়ি থেকে ৩০০-৪০০ কিলোমিটার দূরে গিয়ে চাকরি করছে। আমাদের সার্বিক কষ্ট বিবেচনায় নিয়ে শূন্য পদে বদলির দীর্ঘদিনের দাবি মেনে নেয়ায় আমরা শিক্ষা উপদেষ্টাসহ বদলি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা উপস্থিত ছিলেন। যারা দীর্ঘদিন ধরে শূন্য পদে বদলির দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। বদলির নীতিমালা অনুযায়ী, শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন। এ জন্য কিছু শর্ত আছে।
এ নীতিমালা ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪’ নামে অভিহিত হবে। এ নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। বদলিকৃত শিক্ষকের ইনডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে। বদলিকৃত শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে। বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএ/ডিএ ভাতা পাবেন না। Courtesy: mzamin