রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

৩৭ Views

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ১৩ মে পর্যন্ত। প্রতিবারের মতো এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা কার্যক্রম শুরু হলো।

তত্ত্বীয় পরীক্ষাগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

পরীক্ষার্থী ও কেন্দ্রসংখ্যা
ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন। সারা দেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সংশ্লিষ্ট ১৪টি নির্দেশনা
২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ড থেকে দেওয়া হয়েছে ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা:

১. পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে।
৩. প্রথমে এমসিকিউ, পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা হবে; কোনো বিরতি থাকবে না।
৪. প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত ৩ দিন আগে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর নম্বর ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে বোর্ডে পাঠাতে হবে।
৬. ওএমআর ফরমে সঠিকভাবে রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড লিখে বৃত্ত ভরাট করতে হবে; উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. প্রতিটি অংশ (তত্ত্বীয়, এমসিকিউ ও ব্যবহারিক) আলাদাভাবে পাস করতে হবে।
৮. শুধুমাত্র নিবন্ধনপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে।
৯. নিজ প্রতিষ্ঠান বা বিদ্যালয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না; আসন বিন্যাস স্থানান্তরের মাধ্যমে হবে।
১০. সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
১১. কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।
১২. সকল অংশের (তত্ত্বীয়, এমসিকিউ ও ব্যবহারিক) উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
১৪. ফল প্রকাশের সাত দিনের মধ্যে এসএমএসের মাধ্যমে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

Share This