এসএসসি ফল প্রকাশে মেধার প্রকৃত মূল্যায়নের অঙ্গীকার


আগামীকাল, ১০ জুলাই, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি জানিয়েছেন, এবারের ফলাফলে শিক্ষার্থীদের প্রকৃত মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে—আগের মতো ফুলিয়ে-ফাঁপিয়ে ফল প্রকাশের চর্চা এবার আর থাকছে না।
আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
📘 ফল প্রকাশে নতুন ধারা
শিক্ষা উপদেষ্টা বলেন, “এবার শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা দিয়েছে, সেই অনুযায়ী ফল প্রকাশ করা হচ্ছে। আর কোনো অযৌক্তিকভাবে নম্বর বাড়িয়ে ‘জিপিএ-৫’ বণ্টনের সংস্কৃতি থাকবে না।”
তিনি জানান, এবার ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা বা রাষ্ট্রীয় প্রদর্শন নেই। শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ড থেকে ফল ঘোষণা করবেন, শিক্ষার্থীরা ঘরে বসেই রেজাল্ট দেখতে পারবে।
📉 ফুলানো রেজাল্টের দিন শেষ
গত ১৬ বছরের সরকারগুলোর আমলে ফলাফল ফুলিয়ে-ফাঁপিয়ে প্রকাশ করে ‘সাফল্যের গল্প’ তৈরি করা হতো বলে মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, “সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশন করে ফল প্রকাশ করা হতো। শিক্ষামন্ত্রী ও বোর্ড চেয়ারম্যানরা রেজাল্টের বই হাতে নিয়ে যেতেন। আমরা এই বাহুল্য থেকে সরে এসেছি।”
✅ প্রকৃত মূল্যায়নের নির্দেশ
বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের খাতা যাচাইয়ে নিরপেক্ষতা বজায় রাখতে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা তাদের প্রকৃত মেধার ভিত্তিতে রেজাল্ট পাক।”
🔐 প্রশ্নপত্র ফাঁস রোধে কড়া নজরদারি
এবার প্রশ্নফাঁস রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে মিলে সঠিকভাবে দায়িত্ব পালন করেছে। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই।”
তিনি আরও জানান, এবার পরীক্ষার সময় শিক্ষার্থীদের মধ্যে নকল বা অসদুপায় অবলম্বনের প্রবণতা ছিল না, যা একটি ভালো দৃষ্টান্ত।
🕒 দ্রুত ফল প্রকাশ, শিক্ষার্থীদের লাভ
ড. রফিকুল আবরার বলেন, “আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে তিন মাস বা তারও বেশি সময় লাগতো। এবার তা মাত্র দুই মাসেরও কম সময়ে দেওয়া হচ্ছে, ফলে শিক্ষার্থীরা পরবর্তী শিক্ষাবর্ষে দুই মাস বেশি সময় পাবে।”
🎓 ভবিষ্যতেও এই ধারা চলবে
শিক্ষা উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, “আমরা যে সত্যিকারের মেধা যাচাইয়ের ধারায় ফিরেছি, তা অব্যাহত থাকবে। এতে শিক্ষার্থীদের প্রতি ন্যায্যতা নিশ্চিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আরও যোগ্য হয়ে উঠবে।”
📌 সংক্ষেপে:
-
ফল প্রকাশ: ১০ জুলাই
-
পুরনো রেওয়াজ বাদ: ফুলিয়ে-ফাঁপিয়ে ফল নয়
-
প্রকৃত মূল্যায়ন: পরীক্ষা অনুযায়ী রেজাল্ট
-
প্রশ্নপত্র ফাঁস রোধ: কঠোর নজরদারি
-
ফল প্রকাশের সময়: দুই মাসেরও কম
-
ফল প্রকাশের ধরন: বোর্ড থেকে সরাসরি, অনাড়ম্বর