বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লাসহ দেশের পরিত্যক্ত ৭টি বিমানবন্দর চালু করার উদ্যোগ

কুমিল্লাসহ দেশের পরিত্যক্ত ৭টি বিমানবন্দর চালু করার উদ্যোগ

২৫ Views

গোটা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিমানবন্দর রয়েছে ২৮টি। অভ্যন্তরীণ রুটে বর্তমানে ৮টি বিমানবন্দর সচল রয়েছে। এর মধ্যে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর। এর বাইরেও কয়েকটি বিমানবন্দর পরিত্যক্ত, অব্যবহৃত ও নির্মাণাধীন রয়েছে। তাতো করে পরিত্যক্ত ও অব্যবহৃত ৭টি বিমানবন্দর নতুন করে চালু করার উদ্যোগ নিচ্ছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তন্মধ্যে নতুন যুক্ত হতে যাওয়া বিমানবন্দরগুলো হচ্ছে- ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, বগুড়া, শমসেরনগর, কুমিল্লা ও তেজগাঁও বিমানবন্দর।

এই বিমানবন্দরগুলো চালু হলে অভ্যন্তরীণ পর্যটন খাতের বিকাশ ঘটবে এবং যাত্রী পরিবহণ বাড়বে। ইতোমধ্যেই এই সংক্রান্ত প্রয়োজনীয় কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। বেবিচকের ২০৩০ সালের কর্মপরিকল্পনা এবং সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। অভ্যন্তরীণ রুটে বর্তমানে সচল বিমানবন্দরগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, যশোর, সৈয়দপুর ও কক্সবাজার। এসব বন্দরে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করে যাচ্ছেন। উল্লেখ্য, দ্রুত যোগাযোগের জন্য এসব বিমানবন্দর সচল করার দাবি উঠেছে অনেক আগে থেকেই।

 যে কারণে এসব বিমানবন্দর সচল করতে ইতিমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে। দেশে দ্রুত শিল্পায়ন, ব্যবসার প্রসারসহ পর্যটন খাতের বিকাশে পাকিস্তান আমলে সচল থাকা অথচ বর্তমানে পরিত্যক্ত বিমানবন্দরগুলোর কার্যক্রম ফের শুরু হলে বদলে যেতে পারে পর্যটনসহ অর্থনীতির চাকা। এমনটাই মনে করছে সংশ্লিষ্ট অঞ্চলের ভুক্তভোগী জনসাধারনরা। Courtesy: Mohammed Omar Faruque

Share This