মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

‘খুনের বদলা নিতে’ জেল ফেরত যুবককে গলা কেটে হত্যা

‘খুনের বদলা নিতে’ জেল ফেরত যুবককে গলা কেটে হত্যা
২৪১ Views

ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লায় পুরোনো খুনের বদলা নিতে জেল ফেরত এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পশ্চিম মাঝিগাছা এলাকায় এ ঘটনা ঘটে বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শিবেন বিশ্বাস জানান।
নিহত (৩৫) মো. নাসির পশ্চিম মাঝিগাছা এলাকার শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ২০২২ সালের ২০শে মার্চ পশ্চিম মাঝিগাছা এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে মাসুক মিয়াকে হত্যা করা হয়। ওই হত্যা মামলার ২ নম্বার আসামি ছিলেন নাসির। ওই মামলায় নাসিরকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের নির্দেশে দীর্ঘদিন জেলে ছিলেন তিনি।
ওসি শিবেন বলেন, “কিছুদিন আগে জামিনে জেল থেকে বের হন নাসির। খবর পেয়ে মাসুকের স্বজনরা ‘খুনের বদলা নিতে’ নাসিরকে হত্যার জন্য ওঁৎ পেতে থাকতেন। এরে জেরে দুপুরে বাড়ির পাশে একা পেয়ে মাসুকের পরিবারের পাঁচ সদস্য নাসিরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে বাড়ির পাশের একটি ডোবাতে পড়ে যান নাসির। এ সময় মাসুকের স্বজনরা নাসিরকে গলাকেটে হত্যা করে মরদেহ রেখে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।”
হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share This