মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোতায়েন থাকবে ৬০ হাজার সেনা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোতায়েন থাকবে ৬০ হাজার সেনা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
Views

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ৬০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নির্বাচনের প্রস্তুতি বিষয়ক দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, “নির্বাচন ঘনিয়ে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। কয়েক দিন আগেও এ বিষয়ে একটি বৈঠক হয়, আজকের বৈঠক ছিল তারই ধারাবাহিকতা। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।”

তিনি জানান, “নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এবং ৬০ হাজার সেনা সদস্য মোতায়েন থাকবে।”

৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা আসছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, “এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই।”

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, “নির্বাচনের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ অঞ্চল বা হটস্পট চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদল নিয়েও আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন ঘিরে ইতিমধ্যে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য বা বিভ্রান্তিমূলক প্রচার শুরু হয়েছে। ভবিষ্যতে এই প্রবণতা আরও বাড়তে পারে। জাতীয় তথ্য কেন্দ্র (ন্যাশনাল ইনফরমেশন সেন্টার) থেকে দ্রুততার সঙ্গে এসব মিসইনফরমেশন ডিবাংক করা হবে—এ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।”

শফিকুল আলম আরও বলেন, সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর থেকে তিন মাসে ১.৫ লাখ পুলিশ সদস্যকে নির্বাচনসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, “প্রধান উপদেষ্টা বৈঠকে বলেছেন—পুলিশের অনেক ভালো কাজ প্রচারে আসে না। সেই জায়গাটি নিয়েও ভাবনার প্রয়োজন আছে।”

Share This

COMMENTS