প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার


প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রধান শিক্ষক নিয়োগে যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে। দীর্ঘদিন ধরে শিক্ষকতায় যুক্ত অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হলেও তরুণ শিক্ষকদের জন্যও সুযোগ রাখতে হবে।
প্রধান উপদেষ্টা জানান, নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ সম্পন্ন করতে হবে।
বদলির ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালার কথা উল্লেখ করে তিনি বলেন, “এক উপজেলায় নিয়োগ পেয়ে পরে শহরাঞ্চলে যেতে শিক্ষকেরা বিভিন্ন সুপারিশ ও তদবিরে জড়ান—এটি বন্ধ করতে নির্দিষ্ট নিয়ম মানতে হবে।”
তিনি আরও জানান, বিদ্যালয় অবকাঠামো নারীবান্ধব হচ্ছে কি না, তা নিশ্চিত করতে ভবন পরিকল্পনায় নারী স্থপতির অংশগ্রহণ বাধ্যতামূলক করতে হবে। পরিকল্পনা, বাস্তবায়ন ও ব্যবস্থাপনায় নারীসুবিধার বিষয়টি গুরুত্ব পাবে।
সভায় দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
এ সময় উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, অবকাঠামো উন্নয়নে অর্থ ব্যয় হলেও শিক্ষার মান কাঙ্ক্ষিতভাবে বাড়েনি। বর্তমানে র্যাঙ্কিংয়ের মাধ্যমে মূল্যায়ন করে পিছিয়ে পড়া বিদ্যালয়ের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
মূল্যায়নে দেখা গেছে, প্রধান শিক্ষকের নেতৃত্ব ও সহকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক বিদ্যালয়ের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, শূন্য পদ পূরণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।