সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোটে প্রস্তুত ইসি: সিইসি

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোটে প্রস্তুত ইসি: সিইসি
Views

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার সন্ধ্যায় সিইসি’র নেতৃত্বে নির্বাচন কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক অগ্রগতির বিষয়টি তুলে ধরেন।

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও মুখ্য সচিব এম. সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে যোগ দেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সঠিক পথে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত।

তিনি প্রস্তুতি পর্বে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিইসি বলেন, ইতোমধ্যে সাধারণ জনগণ নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন, ফলে দেশজুড়ে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেবে।’

তিনি বলেন, ‘জাতির প্রত্যাশিত এই নির্বাচনে নির্বাচন কমিশন মূল দায়িত্বে রয়েছে। আমাদের সবাইকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে অঙ্গীকারবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে।

Share This

COMMENTS