বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক  এমপি মনিরুল হক চৌধুরীর জনসভা

বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর জনসভা

১৯ Views

            নিজস্ব প্রতিনিধি\ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘আপনারা অন্তঃকোন্দল বন্ধ করুন। এক কর্মী অন্য কর্মীর গায়ে হাত তুললে আমি হাত কাটতে পারব না, তবে নিজে হাতে থানায় নিয়ে সোপর্দ করতে পারব। আওয়ামী লীগের মতো মাস্তানি করা যাবে না। খবরদার আমরা যেন আওয়ামী লীগ না হয়ে যাই।

            সব সহ্য করব কিন্তু আমার নেত্রী, যিনি এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এই দাবির কারণে মিথ্যা অপবাদ নিয়ে পাঁচটি বছর জেল খেটেছেন তার সম্মানে আঘাত করে এমন কাজ যে করবেন সে দলের বড় পদে থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না।’

            গত শনিবার (১৬ই নভেম্বর) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

            দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারে গেলে আপনারা কী করবেন আপনাদের আচরণে যাতে মানুষের সন্দেহের সৃষ্টি না হয়। দয়া করে সতর্ক থাকেন। ১৫ বছর যদি না খেয়ে থাকতে পারি আগামী ২ বছরও থাকতে পারব। এবার বিএনপিকে ক্ষমতায় না দিলে দেশ বাঁচবে না। যদি বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে, আমাদের সমর্থিত অন্যান্য দলগুলোকে নিয়ে যদি সুষ্ঠু নির্বাচিত একটি সরকার গঠন করতে না পারি, এদেশ সংকটে পড়ে যাবে। এর দায়িত্ব নিতে হবে যারা বাড়াবাড়ি করেন তাদেরকে।

            বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক আছলাম মজুমদারের সভাপতিত্বে ও লালমাই উপজেলা বিএনপি নেতা ইউসুফ আলী মীর পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের যুগ্ম সম্পাদক এডভোকেট সোহরাব হোসেন (পলাশ), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপি নেতা এডভোকেট মুহাম্মদ আখ্তার হোসাইন, লালমাই উপজেলা বিএনপি নেতা মাসুদ করিম, পেরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ আমান, ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম ওমর ফারুক সুমন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল খালেক, উপজেলা বিএনপি নেতা কাজী ইকবাল হোসেন কাজল, মফিজুল ইসলাম প্রমুখ।

Share This

COMMENTS