শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় সম্ভাব্য প্রার্থী ৬ জন

মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় সম্ভাব্য প্রার্থী ৬ জন

            হুমায়ুন কবির মানিক\ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের শুরু হয়েছে দৌঁড়ঝাঁপ। মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চলছে ব্যাপক আলোচনা। উপজেলা জুড়েই চলছে নির্বাচনী হাওয়া। আগামী ৮ই মে প্রথম ধাপে মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষিত হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আশীর্বাদ পেতে ধর্ণা দিচ্ছেন উপর মহলে। প্রচার চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মনোহরগঞ্জ উপজেলাটি মোট ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলার মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ১৭ হাজার জন। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করার জন্য ইউনিয়নগুলোতে শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন।

            এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন আলোচনায়। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ ছেড়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন উপজেলার নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী। এবার চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন এর পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, টানা ৩ বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, সদ্য পদত্যাগকৃত উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী ও মৈশাতুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অহিদুজ্জামানের ছেলে মোঃ হামিদুর রহমান সোহাগের নাম শোনা যাচ্ছে। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম এর নামই শোনা যাচ্ছে। এদিকে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষনায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে এখনো কোন প্রার্থীকে মাঠে দেখা যায়নি। তবে উপজেলাজুড়ে একাটাই ঝল্পনা, শেষ পর্যন্ত কারা থাকছেন চুড়ান্ত প্রার্থী তালিকায়?

            মনোহরগঞ্জ উপজেলা গঠনের পর ৪র্থ বারের মত এখানে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত ২০০৯ ও ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্যানেল নির্বাচিত হয়। পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এবার দলীয় প্রতিকে নির্বাচন না হওয়ার ঘোষনায় আওয়ামী লীগেই রয়েছে একাধিক প্রার্থী।

            উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান পাটোয়ারী জানান, তফসিল অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে ১৫ই এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ১৭ই এপ্রিল, আপিল দায়ের ১৮ই এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১শে এপ্রিল, প্রত্যাহার ২২শে এপ্রিল, প্রতিক বরাদ্দ ২৩শে এপ্রিল ও নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ই মে। ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

Share This